• ‘ডিকি থেকে অদ্ভুত আওয়াজ, এই বুঝি ফাটল’ পরিত্যক্ত স্কুটার ঘিরে বোমাতঙ্ক শিলিগুড়িতে
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরিত্যক্ত স্কুটারের ডিকি থেকে কিছুক্ষণ পরপর অদ্ভুত আওয়াজ। কাছে যেতে স্থানীয়দের দুরদুর বুক। এই বুঝি ফাটলো স্কুটারের ডিকি। তবে পুলিস এসে স্কুটার থানায় নিয়ে যাওয়ার পরই দেখা গেল ভিতরে রয়েছে একটি মোবাইল ফোন। মোবাইলের মালিক উধাও। 


    মঙ্গলবার সকালে ফুলবাড়ি ক্যানেল সেতুর উপরে দাঁড়িয়ে থাকা নম্বরবিহীন স্কুটার নিয়ে রীতিমতো এলাকাবাসীর মধ্যে বোমাতঙ্ক ছড়ায়। পরে এনজেপি থানার পুলিসের হস্তক্ষেপে আতঙ্ক কাটে। তবে দিনভর মালিকের খোঁজে চলে তল্লাশি। পুলিসের প্রাথমিক অনুমান, ওই স্কুটারের মালিক কোনও যুবক। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এলাকা থেকে এক যুবতীও নিখোঁজ হয়েছেন। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসাজস রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 


    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকেই ফুলবাড়ি ক্যানেলের সেতুতে স্কুটারটি রাখা ছিল। এদিন সকালে স্থানীয়রা প্রথমে ওই স্কুটারটি পড়ে থাকতে দেখেন। স্কুটারের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ বারেবারে আসতে থাকে বলে দাবি করেন স্থানীয়দের একাংশ। তাঁদের কথায়, স্কুটারের কাছে যেতেই বেশ কয়েকবার একাধিক ধরনের শব্দ কানে আসে। আতঙ্ক ছড়ায় বোমাতঙ্কের। এরপরই পুলিসকে খবর দেওয়া হয়। 


    পুলিস এসে টোটো ডেকে স্কুটারটিকে কোনওমতে তাতে উঠিয়ে নিয়ে যায় থানায়। পরে থানায় কোনওমতে ডিকি খুলতেই পাওয়া যায় একটি মোবাইল। ফোনে বহুবার একাধিক নম্বর থেকে ফোন করা হয়েছিল। সেই কারণেই ডিকির ভিতর থেকে অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছিল। 


    ওই এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, রাত হতেই ফুলবাড়ি ক্যানেল রোডে প্রচুর বহিরাগত লোকজন আসে। অনেকেই স্কুটার, বাইক, গাড়ি নিয়ে আসে। অনেকে আবার নেশা করার জন্য এলাকায় আসে। ফলে স্কুটার পড়ে থাকায় একাধিক ধরনের সন্দেহ স্থানীয়দের মনে উঠতে থাকে। পাশাপাশি মোবাইলের ডিকির ভিতর থেকে আওয়াজ বারবার বেরিয়ে আসায় বোমাতঙ্কও ছড়ায়। স্থানীয় বাসিন্দা মায়া দাস বলেন, এদিন সকালে স্কুটার থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে আমরা ভয় পেয়ে যাই। সেই কারণে থানায় খবর দেওয়া হয়। আরএক বাসিন্দা বাচ্চু সাহা বলেন, রাতের অন্ধকারে বহিরাগতরা এখানে এসে জড়ো হয়। অসামাজিক কাজকর্ম হয়। তাই এদিন স্কুটার পাওয়ার পর আমাদের মনে নানান ধরনের আশঙ্কা দেখা দিয়েছিল। যারজন্যই আমরা আতঙ্কিত হয়ে পড়ি।  এই স্কুটার থেকে বোমাতঙ্ক ছড়ায়। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)