• সরকারি পুকুর ভরাটের অভিযোগ পুলিস যেতেই চম্পট দুষ্কৃতীরা
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তপন: তপনের রামপাড়া চেঁচড়ায় রাতারাতি অবৈধভাবে সরকারি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং তপন থানার পুলিসের তৎপরতায় মাঠ ছেড়ে পালায় দুষ্কৃতীরা। তপন ব্লকের ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বাপতৈল সংসদের সুহরি মৌজায় সরকারি জমিতে ছিল প্রায় দেড় বিঘার একটি পুকুর। গত পঞ্চায়েত নির্বাচনের আগে সেই পুকুর লিজ দেওয়া থাকলেও নতুন পঞ্চায়েত বোর্ড গঠনের পর প্রায় দু›বছর পুকুরটি লিজ দেওয়া হয়নি। পুকুরের জল এবং মাছ প্রতিবেশীরা ব্যবহার করতেন। তবে রাতারাতি সেই পুকুর ভরাটের অভিযোগ উঠতেই মঙ্গলবার ছুটে যান পঞ্চায়েত প্রধান বাসন্তী রায় এবং উপপ্রধান সাগর ফটিক। খবর দেওয়া হয় তপন থানায়। পুলিস ও প্রশাসনের কর্তারা এবং প্রধান ও উপপ্রধানের পৌঁছনোর আগেই ঘটনাস্থল থেকে বেপাত্তা হয়ে যায় দুষ্কৃতীরা। তবে রাতারাতি পুকুরের অর্ধেকের বেশি জায়গা মাটি ফেলে ভরাট করে দেওয়ার হয়েছে বলে অভিযোগ। 


    কিভাবে রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দেওয়া হল, এরসঙ্গে কারা জড়িত, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী রায় বলেন, খবর পাই পঞ্চায়েতের অধীনে থাকা সরকারি পুকুর রাতারাতি ভরাট করছে দুষ্কৃতীরা। সেইমতো ছুটে আসি এলাকায়। তবে কাউকে পাওয়া যায়নি। পুলিস ও প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। পুলিসের কাছে দাবি জানাই, সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। 


    রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর ফটিক বলেন, প্রায় দু’বছর ধরে পুকুরটি লিজ না দেওয়ায় পড়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা দেড় বিঘা পুকুরের প্রায় ১ বিঘা ভরাট করে দিয়েছে। পুকুর সংলগ্ন বাসিন্দাদের কয়েকজন আমাদের খবর দেন। খবর পেয়েই আমরা ছুটে যাই। পুকুরে ভরাট করা মাটি সরিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, এটাই প্রশাসনের কাছে দাবি। 


    এবিষয়ে তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, সরকারি পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। তবে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)