• ফুলবাড়িতে উদ্ধার মর্টার শেল তিস্তাচরে নিষ্ক্রিয় করল সেনা
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ওদলাবাড়ির তিস্তার চর থেকে শিলিগুড়ির ফুলবাড়ির ভুটান পার্কিংয়ে চলে আসা মর্টার শেল মঙ্গলবার উদ্ধার করে নিয়ে গেল সেনাবাহিনীর জওয়ানরা। এদিন অত্যন্ত সাবধানতা অবলম্বন করে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ওই মর্টার শেলটিকে বালির বস্তায় ঢুকিয়ে নিয়ে এলাকা থেকে চলে যান। সকাল থেকেই সেনাবাহিনীর বেশকিছু বিশেষজ্ঞ আধিকারিক ফুলবাড়িতে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে উদ্ধার হওয়া বিষ্ফোরক সামগ্রীটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। পরে সেটিকে সতর্কতা অবলম্বন করে নিয়ে যান। বিকেলের পর সেটিকে তিস্তার চরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। 


    সোমবার সকালে শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়ি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ভুটানের গাড়ির স্ট্যান্ডে মেলে একটি তাজা মর্টার শেল। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ওই এলাকায় জমা করা বালি পাথরের মাঝেই ওই মর্টারটি পড়েছিল। বালি পাথর লরিতে ওঠানোর সময়ে এক ব্যক্তির ধতব বস্তুটি চোখে পড়ে। এরপরেই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিসকে। পরে পুলিসের তরফে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই পুলিস, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মর্টার শেলটিকে ভালোভাবে পরীক্ষা করে বালির বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। 


    ওদলাবাড়ির তিস্তার চর থেকে বালি পাথর নিয়ে সীমান্তে মজুত করা হয়। সিকিমের বিপর্যয়ের সময় সেনা ছাউনি ভেসে গিয়েছিল। প্রচুর বিষ্ফোরক  পরবর্তীতে তিস্তায় মিলেছিল। এমনকী ভেসে আসা মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে মালবাজারের ক্রান্তিতে দুই শিশুর মৃত্যুও হয়েছিল। স্বাভাবিকভাবেই ফুলবাড়িতে মর্টার শেল মেলার পর ওই ঘটনার স্মৃতিতে নাড়া দেয় স্থানীয় বাসিন্দাদের। পুলিস মর্টার শেল না নিয়ে যাওয়া পর্যন্ত এলাকায় কাজ বন্ধ করে দিয়েছিলেন বাসিন্দারা। এদিন মর্টারটি সেনাবাহিনীর আধিকারিকরা নিয়ে যাওয়ার পর স্বস্তি মেলে।


    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, মর্টার সেলটি সেনাবাহিনী নিয়ে গিয়েছে। পরে তিস্তার চরে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)