• সঙ্গিনী দখলের লড়াইয়ে প্রাণ গেল দাঁতালের
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: সঙ্গিনী দখলের লড়াইয়ে মৃত্যু হল পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ রায়ডাক রেঞ্জের রায়ডাক বিটের জঙ্গলে। মঙ্গলবার রায়ডাক বিটের গভীর জঙ্গলে হাতিটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার হাতিটির মৃত্যু হয়। সম্প্রতি উত্তর রায়ডাক রেঞ্জের জঙ্গলে সঙ্গিনী দখলের লড়াইয়ের ঘটনা ঘটেছিল। সেসময় পূর্ণবয়স্ক ওই হাতিটি জখম হয়। তার মাথায় ক্ষত দেখা যায়। বনদপ্তর হাতিটির চিকিৎসা শুরু করে। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার দক্ষিণ রায়ডাক রেঞ্জের অন্তর্গত রায়ডাকের জঙ্গলে হাতিটির মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী বনদপ্তর মৃত হাতির ময়নাতদন্ত করে। এরপর মঙ্গলবার গভীর জঙ্গলে হাতির দেহ পুড়িয়ে দেওয়া হয়। বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, জঙ্গলে হাতিদের নিজেদের মধ্যে লড়াই হয়েছিল। এরপর ওই দাঁতালটির শরীরে ঘা দেখা গিয়েছিল। চিকিৎসাও শুরু করা হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। 
  • Link to this news (বর্তমান)