কোচবিহার জেলায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শুরু
বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে শুরু করে উপ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের কাজ শুরু করেছেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। এজন্য কোচবিহার জেলায় তিন জন আধিকারিক এসেছেন। তাঁরা মঙ্গলবার থেকে পরিদর্শনের কাজ শুরু করেছেন। তিন দিন ধরে তাঁরা এই পরিদর্শন চালাবেন। এদিন মাথাভাঙা, পুণ্ডিবাড়ি সহ একাধিক জায়গায় গিয়ে তাঁরা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো, কাজকর্ম খতিয়ে দেখেছেন বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। জয়েন্ট কমিশনার অফ ফুড সেফটি অমিতাভ দত্ত গৌতম, উত্তরকন্যা থেকে জয়েন্ট ডিএইচএস তনিমা মণ্ডল ও এডিএইচএস কাজলকৃষ্ণ বণিক এই পরিদর্শন চালাচ্ছেন। জেলায় একেবারে গ্রামীণ স্তর পর্যন্ত ছড়িয়ে থাকা স্বাস্থ্য ব্যবস্থার কোথায় কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখাই এই টিমের উদ্দেশ্য বলে জানা গিয়েছে। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, স্বাস্থ্যদপ্তরের তিন জন আধিকারিক জেলায় এসেছেন। তাঁরা মহকুমা হাসপাতাল থেকে শুরু করে উপ স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখছেন। কোথায় কী ধরণের সমস্যা রয়েছে, তা কীভাবে পূরণ করা যায়, সেসবই তাঁরা দেখছেন।