• বেকারদের টোটো কিনে দেবে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার বেকার যুবকদের টোটো কিনে দেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। শুধু তাই নয়, যদি কেউ বাইক, স্কুটার কিংবা মোবাইল কিনতে চান, সেক্ষেত্রেও পাশে দাঁড়াবে ওই ব্যাঙ্ক। এমনকী বিয়ের সামগ্রী কিনতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারা। 


    এখন বেকার যুবকদের কাছে স্বনির্ভরতার একটি অন্যতম মাধ্যম টোটো। বহু যুবক চড়া সুদে ঋণ নিয়ে টোটো কিনছেন। সেখানে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের তরফে টোটো কিনে দেওয়ার সিদ্ধান্তে খুশি বেকার যুবকরা। যদিও টোটো কিনে দেওয়ার পিছনে কিছু শর্ত আরোপ করা হয়েছে ওই ব্যাঙ্কের তরফে। মঙ্গলবার ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, আমরা সিভিল স্কোর দেখব। যদি সিভিল ভালো থাকে আমরাই টোটো কিনে দেব। কোম্পানির সঙ্গে আমাদের কথা হচ্ছে। সেক্ষেত্রে গ্রাহককে কিছু টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে বাকি টাকা কিস্তিতে শোধ করতে হবে। টাকা শোধ হয়ে গেলে তিনি মালিকানা পাবেন। বাইরে থেকে অনেকে ২০ শতাংশ সুদে টাকা নিয়ে টোটো কিনছেন। আমাদের ব্যাঙ্কে অনেক কম সুদে টোটো, বাইক, মোবাইল এমনকী বিয়ের সামগ্রী কেনার জন্যে ঋণ পাওয়া যাবে। আট শতাংশ সুদে লোন দেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)