• গজলডোবায় দুই বিঘা জমির আফিম চাষ নষ্ট করল পুলিস
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার বিকেলে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবার ৭ নম্বর এলাকায় দুই বিঘা জমিতে বেআইনিভাবে লাগানো আফিম চাষ নষ্ট করল মালবাজার থানার পুলিস। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিক ও সাদা পোশাকের পুলিসের একটি দল। এদিন  ট্রাক্টর দিয়ে জমি থেকে আফিম গাছ উপড়ে ফেলা হয়। মাল থানার আইসি বলেন, দুই বিঘা জমির আফিম চাষ নষ্ট করে দেওয়া হয়েছে। এই অভিযান চলতে থাকবে। 
  • Link to this news (বর্তমান)