• খাগড়াবাড়িতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার ভোর রাতে কোচবিহারের খাগড়াবাড়িতে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিপ্র ঘোষ (৩০)। তাঁর বাড়ি ঢাংঢিংগুড়ি এলাকায়। ভোর সাড়ে তিনটা নাগাদ দুর্ঘটনায় তিনি জখম হন। কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুণ্ডিবাড়ি থানার পুলিস বাইকটি উদ্ধার করেছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে, এদিন দুপুরে কোচবিহার কোতোয়ালি থানার হরিণচওড়া এলাকায় কোচবিহার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি কলাবাগান থেকে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পরেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সমরকুমার দেব (৭০)। তাঁর বাড়ি পাটাকুড়া এলাকায়।
  • Link to this news (বর্তমান)