• শীতের শেষে শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়ও
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের শেষে শহর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। গতকাল, মঙ্গলবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যের কয়েকটি জেলায়। আজ, বুধবার থেকে যার পরিমাণ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। যদিও বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার সকালে শহরের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লেই আংশিক মেঘলা হবে। সন্ধ্যা বা দুপুরের পর শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই বৃষ্টির জেরে চিন্তায় পড়েছেন কৃষকরা। নষ্ট হতে পারে ফসল। গতকাল, মঙ্গলবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।  
  • Link to this news (বর্তমান)