• ১৩ লক্ষ টাকার চোলাই মদ,  উপকরণ উদ্ধার, গ্রেপ্তার দুই  
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আবগারি দপ্তরের আধিকারিকদের নজর এড়াতে চোলাই মদের ব্যবসা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু তা করতে গিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধরা পড়ে গেল আবগারি দপ্তরের কর্তাদের হাতে। এই ঘটনায় বাগনান থানা এলাকা থেকে বাপন হাজরা এবং রাকেশ দাস নামে দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর।


    মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা আবগারি ও আলিপুর আবগারি ডিভিশন যৌথভাবে উলুবেড়িয়ার ধূলাসিমলা ও মদাই এলাকায় অভিযান চালায়। আবগারি দপ্তরের আমতা বিভাগের কর্তা গৌরচন্দ্র হাজরার নেতৃত্বে এই অভিযানে একটি তিন চাকার গাড়ি থেকে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। গাড়িতে করে চোলাই কোথায় পাচার হচ্ছিল, তার তদন্তে নামেন বাগনান বিভাগের আবগারি আধিকারিক মইদুল ইসলাম। তিনি বাগনানের কাঁটাপুকুর থেকে দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের বাড়ি থেকেও ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেন আবগারি আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে বেঙ্গল এক্সসাইজ আইন অনুযায়ী জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)