•   অন্তর্বর্তী জামিন পেলেন সুজয়কৃষ্ণ  
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র জামিন মঞ্জুর করল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। এদিন সিবিআইয়ের মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হল।


    যদিও জামিনের বেশকিছু শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবেন। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে তিনি বাইরে যেতে পারবেন না তিনি। রাজনৈতিক কোনও ব্যক্তিত্বের সঙ্গেও দেখা করতে পারবেন না। তাঁর মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। দু’টি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত উদ্বিগ্ন। এদিন আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে। এইসময়ের মধ্যে তাঁর মৃত্যু হলে তার দায় কে নেবে? তাই শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়া উচিত বলে আদালত মনে করছে।
  • Link to this news (বর্তমান)