• আলিমুদ্দিনে সিপিএমের জেলা সম্পাদক নির্বাচনে আজ ‘চতুর্মুখী’ লড়াইয়ের ইঙ্গিত
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোষ্ঠী কোন্দলের জেরে উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন থেকে নতুন কমিটি গড়তে পারেনি সিপিএম। শেষমেশ সম্মেলনের প্রতিনিধিদের নিয়ে এক সপ্তাহ বাদে গত রবিবার বারাসতের পার্টি অফিসে বসেছিল বিশেষ অধিবেশন। কিন্তু সেখানে ভোটাভুটিতে নয়া কমিটি গড়া গেলেও সম্পাদক বাছাই করতে পারেনি নেতৃত্ব। কারণ যিনি জেলা সম্পাদক ছিলেন, সেই মৃণাল চক্রবর্তী গোহারা হেরেছেন ভোটাভুটিতে। ফলে বাদ পড়েছেন জেলা কমিটি থেকে। দলীয় কোন্দলে কার্যত ‘লেজেগোবরে’ অবস্থা লালপার্টির। এই আবহে আজ, বুধবার আলিমুদ্দিনে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক নির্বাচন করতে ডাকা হয়েছে নবগঠিত কমিটির সদস্যদের। এখন প্রশ্ন, কার পাল্লা ভারী? দলের অন্দরের খবর, সম্পাদক পদের জন্য ‘চতুর্মুখী’ লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ভেসে উঠেছে এক মহিলা নেত্রীর নামও। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার।


    গত রবিবার ভোটাভুটির দিন অধিবেশন কক্ষের পরিস্থিতি তপ্ত থাকায় সেদিন সম্পাদক নির্বাচনের ঝুঁকি নেয়নি নেতৃত্ব। আজ, বুধবার আলিমুদ্দিনে পার্টির রাজ্য দপ্তরে ফয়সালা হবে সেই প্রশ্নের। দলের একাংশ বলছে, পার্টি হুইপ জারি করে কাউকে সম্পাদক পদে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভোটাভুটি নিশ্চিত। এক্ষেত্রে উঠে এসেছে চারজনের নাম। সেই তালিকায় রয়েছেন পলাশ দাস, সোমনাথ ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়ের মতো নেতাদের নাম। লড়াইয়ে রয়েছেন এক মহিলানেত্রীও। এই চারজনই সিপিএমের রাজ্য কমিটির সদস্য। তাঁদের প্রত্যেকের সঙ্গে আলিমুদ্দিনের ঘনিষ্ঠতা রয়েছে। তবে, ‘লবি’র কারণে যেভাবে কমিটি নিয়ে টানাটানি চলছে, তাতে এই প্রশ্নে কীভাবে ইতি টানা যায়, তা ভেবে কূল পাচ্ছেন না নেতারা।


    নাম প্রকাশ অনিচ্ছুক এক নেতার কথায়, নতুন মুখকে দল গুরুত্ব দিতে পারে। তবে পলাশ ও সোমনাথের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। বাঁকুড়ায় নেত্রী দেবলীনা হেমব্রমকে জেলা সম্পাদক করে ইতিমধ্যেই নজির গড়েছে সিপিএম। একদা ‘লালদুর্গ’ বলে পরিচিত উত্তর ২৪ পরগনা জেলাতেও তেমন ছবি দেখা যেতে পারে বলে মত ওই অংশের।
  • Link to this news (বর্তমান)