• তদন্তের নথি পেতে সন্দীপদের নিম্ন আদালতে আবেদন করতে হবে: হাইকোর্ট
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা নির্ভরযোগ্য নথি পেতে সন্দীপ ঘোষদের নিম্ন আদালতের দ্বারস্থ হতে বলল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, ২৪ ফেব্রুয়ারির মধ্যে ওই সংক্রান্ত নথি চেয়ে অভিযুক্তেরা আবেদন করতে পারবেন। নিম্ন আদালত ওই আবেদন বিবেচনা করে নির্দেশ দেবে। হাইকোর্ট জানায়, এইসময়ের মধ্যে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিম্ন আদালত চালিয়ে নিয়ে যেতে পারবে। আপাতত তাতে হস্তক্ষেপ করা হবে না। ৩ মার্চের মধ্যে অভিযুক্তদের নথি নিরীক্ষণের কাজ শেষ করতে হবে। 


    আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের নথি পেতে সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, আদালতের নির্দেশ মেনে পর্যাপ্ত নথি দেওয়া হয়েছে। তার বিরোধিতা করে সন্দীপের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সব নথি হাতে পাননি তাঁরা। শুধুমাত্র তদন্ত সূত্র সংক্রান্ত নথিই দেওয়া হয়েছে তাঁদের। সিবিআইয়ের আইনজীবী পাল্টা জানান, তদন্ত চলছে। এই অবস্থায় নির্ভরযোগ্য কোনও তথ্য বা নথি তাঁদের হাতে দেওয়া সম্ভব নয়। তাতে তদন্তে প্রভাব পড়তে পারে। সিবিআইয়ের ওই সওয়াল শুনে হাইকোর্ট জানায়, নির্ভরযোগ্য নথি দেওয়ার ব্যাপারে নিম্ন আদালতই সিদ্ধান্ত নেবে।
  • Link to this news (বর্তমান)