• রাজ্যের স্বাস্থ্যসচিবকে কার্যত ‘নির্বোধ’ বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি
    হিন্দুস্তান টাইমস | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সরকারি হাসপাতালের পরিকাঠামোর বেহাল দশা নিয়ে দায়ের মামলায় রাজ্য সরকারকে তুমুল ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার মথুরাপুরের পুরন্দরপুর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে দায়ের এক মামলায় একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করে হাইকোর্টের প্রধান বিচারপতি। বলেন, ‘আপনারা পার্ক স্ট্রিকের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কী অবস্থা। মানুষ মারা যাচ্ছে।’ এমনকী, প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা ভোট নিয়ে চিন্তিত ভাটারদের নিয়ে নয়।’

    মামলাকারীদের অভিযোগ, পুরন্দরপুর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ভেঙে পড়েছে। ওদিকে হাসপাতালের জমিতে চলছে রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ। যদিও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে মন নেই রাজ্যের। গত প্রায় ৫০ বছরে বাড়েনি ওই স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে রিপোর্ট তলব করে আদালত। জবাবে স্বাস্থ্যসচিব জানান, ওই স্বাস্থ্যকেন্দ্রের জন্য ১০টি শয্যাই পর্যাপ্ত। স্বাস্থ্যসচিবের রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, একমাত্র নির্বোধরাই এই যুক্তিতে বিশ্বাস করবে।

    এর পরই রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনের ওপর একের পর এক কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি বলেন, রাজনৈতিক ইচ্ছা ছাড়া সরকারি আমলারা আর কোনও কাজ করতে পারেন না। সরকার ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। কিন্তু তারা ভোটারদের ভোটেই ক্ষমতায় এসেছে। তাই ভোটারদের কিছু ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য। একটা হুইল চেয়ার দিতেও আদালতকে নির্দেশ দিতে হবে?

    তিনি আরও বলেন, আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন। কিন্তু জানেন কি কলকাতার বাইরে স্বাস্থ্যব্যবস্থার কী অবস্থা? মানুষ মারা যাচ্ছে। সরকারি পরিকাঠামো না থাকলে মানুষ তো বেসরকারি ক্ষেত্রে যাবেই। কেন বাংলার মানুষকে করমণ্ডল এক্সপ্রেসে উঠতে হয়?

    আরজি কর কাণ্ডের পর গত কয়েক মাসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উঠে এসেছে একের পর এক দুর্নীতি। জেলবন্দি রয়েছেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরই মধ্যে সংক্রমিত স্যালাইনে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী। তারই মধ্যে আদালতের এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়াবে বই কি..
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)