• হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের জেলে পার্থ
    দৈনিক স্টেটসম্যান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের অনুমতিতে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে সেখান থেকে ছাড়া পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁকে আলাদা করে কোনও পরীক্ষা করাতে হবে না। নিয়মিত তাঁকে যে সমস্ত শারীরিক পরীক্ষা করাতে হয় সেগুলো আগের মতোই চালিয়ে যেতে হবে। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেতেই পার্থকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ। সেই সময় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর পরেই আদালতে পিটিশন জমা দিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি চেয়েছিলেন পার্থ। এসএসকেএম হাসপাতালের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে শর্তসাপেক্ষে সেই অনুমতি দিয়েছিল আদালত। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল, চিকিৎসার ব্যয়ভার তাঁকে বহন করতে হবে। এই শর্তে রাজি হয়ে যান পার্থ। ২৮ জানুয়ারি রাতে তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা করা হয়।

    গত ১৪ ফেব্রুয়ারি ওই বেসরকারি হাসপাতালের তরফে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। হাসপাতালের দাবি, আপাতত সুস্থ আছেন পার্থ। এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। এরপর মঙ্গলবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি এখনও জেল হেফাজতে রয়েছেন। সেই কারণে হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁকে ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)