বরুণ সেনগুপ্ত: আইনজীবীকে পুড়িয়ে মারার চেষ্টা! মামলা ধামাচাপা দিতে ডানলপে এক আইনজীবীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। সেই আগুনেই ঝলসে গেলেন এক অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্তয়া তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
ডানলপে সোনালী মার্কেটের সামনে বাড়ি আইনজীবী বিক্রম সিংয়ের। তার বাড়ির জানালা দিয়ে বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সম্প্রতি স্থানীয় খালসা স্কুলের এক শিক্ষিকার আত্মঘাতী হওয়ার মামলায় আইনজীবী ছিলেন বিক্রম সিং। গত ৫ ডিসেম্বর ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কাউর আত্মঘাতী হয়েছিলেন। ওই মামলায় যিনি মূল অভিযুক্ত সেই খাজান সিংই ওই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি বিক্রম সিংয়ের পরিবারের। বিক্রম সিং বর্তমানে পঞ্জাবে রয়েছেন। আগুনে বাড়ির ভেতরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এদিকে ঘরের আগুনে এসিতে আগুন লেগে যায়। তারপরই সেই এসিতে বিস্ফোরণ ঘটে। তাতেই অভিযুক্তের গায়ে আগুন ধরে যায়। ঝলসে যায় তার দেহ। এমনটাই দাবি আইনজীবীর পরিবারের। গায়ে আগুন লাগার পর অভিযুক্ত ছাদে চলে যান। তারপর সেখানে একটি চৌবাচ্চায় লাফ দিয়ে আগুন নেভান ও পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তকে আগেই ওই আইনজীবীর ঘরের আসপাশে দেখা গিয়েছে।
পরিবারের এক সদস্য বলেন, দাদার বাড়িতে আগুন লেগেছে শুনতে পেয়ে আমরা ছুটে এলাম। দেখছি আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। মনে হয় খাজান সিংয়ের কোনও রাগ থেকেই এই কাজ করেছে।