আর্থিক প্রতারণার দায়ে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মানস রায় ও অভ্রনীল রায়। অভিযুক্তরা একাধিক প্রভাবশালীর নাম ব্যবহার করে দুই অভিযুক্ত প্রতারণা করত বলে অভিযোগ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। আসানসোল- দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ‘এই দু’জনের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ ছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অপরাধমূলক অভিযোগ থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’
পুলিশ সূত্রে খবর, কখনও মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম নিয়ে প্রতারণা, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের নামে মোবাইল কেনা-সহ একাধিক প্রভাবশালীর নাম নিয়ে দিনের পর দিন নানা প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন মানস রায়। এই কাজে তাঁকে সহায়তা করতেন পুত্র অভ্রনীল রায় বলেও অভিযোগ।
দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা মানস রায়। ২০১৭ সালে দুর্গাপুর পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল-সহ একাধিক জিনিস কিনে টাকা না মেটানোর অভিযোগ ছিল অভিযুক্তদের বিরুদ্ধে। দুর্গাপুর থানায় নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতেই অভিযুক্ত মানস রায় ও তার ছেলে অভ্রনীলকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দু’জনকে গ্রেপ্তার করা হয়।