• ফেব্রুয়ারির কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়াও
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ফেব্রুয়ারির কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গী দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার রাত থেকেই ফেব্রুয়ারির শহর ভিজতে পারে ধারাপাতে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সঙ্গে দমকা হাওয়াও থাকবে। মেঘলা আকাশে বিদ্যুতের চমক দেখা যাচ্ছিল মঙ্গলবার রাত থেকেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় এ দিন রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছিল। কোথাও কোথাও দমকা হাওয়ায় ভেঙে পড়েছিল গাছের ডালও।

    ২৪ ঘণ্টা পর আলিপুর হাওয়া অফিস জানাল, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির আবহ। আবহবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ার পাশাপাশি উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুইয়ের প্রভাবেই রাজ্যের দক্ষিণ ভাগের আবহাওয়ায় এমন পরিবর্তন।

  • Link to this news (এই সময়)