• টাকা ধার দিতে অস্বীকার, রাগে সৎ ছেলের বিয়ের গয়না লুঠ? রিজেন্ট পার্ক কাণ্ডে গ্রেপ্তার গৃহকর্ত্রীই
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজের ঘরেই চুরির জন্য ছক কষেছিলেন গৃহকর্ত্রী। দোসর ছিলেন জামাইবাবু। কিন্তু শেষরক্ষা হলো না। রিজেন্ট পার্কের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালকিন সোনালি বিশ্বাস এবং তাঁর সহযোগী, জামাইবাবু রাজা নাগ।

    বাড়িতে ডাকাতির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছিলেন রিজেন্ট পার্ক থানার বাসিন্দা সোনালি বিশ্বাস। তিনি অভিযোগ করেন, সোমবার রাতে তাঁর ঘর থেকে বহু লক্ষ টাকার সোনার গয়না চুরি গিয়েছে। কিন্তু তদন্তে নেমে সোনালির বক্তব্যে একাধিক অসঙ্গতি পান তদন্তকারীরা। পাশাপাশি তাঁর গায়ে গয়না থাকলেও তা চুরি যায়নি। এরপরেই লাগাতার তাঁকে জেরা করা হয়। পুলিশ সূত্রে খবর, সোনালি জেরায় স্বীকার করেছেন, নিজের বাড়িতে লুটের ছক তিনি কষেছিলেন।

    কিন্তু কেন নিজের বাড়িতেই এ ভাবে চুরির ছক কষতে হলো তাঁকে? প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনালির আত্মীয় তাঁর স্বামীর থেকে কয়েকমাস আগে ৬ লক্ষ টাকা ধার চেয়েছিলেন। কিন্তু তিনি সেই টাকা দেননি। এ দিকে প্রথম পক্ষের ছেলের বিয়ের জন্য প্রচুর টাকা দামের সোনার গয়না কেনেন। আর সেই থেকেই সোনালির মনে ক্ষোভ জন্মায়। সৎ ছেলের বিয়ের জন্য কেনা সেই গয়নাই লুটের ছক কষেন তিনি। দীর্ঘ পরিকল্পনার পরে সোমবার রাতে সেই সোনার গয়না গায়েব করেন তাঁরা। এরপর সাজানো চুরির দায় অন্যের ঘাড়ে ঠেলে দেওয়ার জন্য ডাকাতির গল্প ফাঁদেন সোনালি।

    এই দুই ব্যক্তি ছাড়া অন্য কেউ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। রিজেন্ট পার্কের এই ঘটনা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘সোনালি বিশ্বাসের বক্তব্যে একাধিক অসঙ্গতি পেয়েছিলেন তদন্তকারী। তাঁকে লাগাতার জেরা করা হয়। জেরায় তিনি চুরির ছক কষার কথা স্বীকার করেন।’

  • Link to this news (এই সময়)