• হাসপাতালের মধ্যেই লালগোলা থানার ওসি-কে 'মারধর', গ্রেপ্তার বীরভূমের প্রাক্তন ওসি-সহ মোট ৬ জন
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ থানার আরও দুই আধিকারিককে মারধর করে গ্রেপ্তার হলেন বীরভূমের কীর্ণাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখ। মারধরের মঙ্গলবার রাতে আশরাফুল-সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    এসডিপিও ভগবানগোলা উত্তম গড়াই বলেন, 'লালগোলা থানার ওসি অতনু দাস, একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরও একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা সহ আরও একাধিক অভিযোগে আশরাফুল শেখ সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার আদালতে পেশ করা হবে।' পুলিশ সূত্রের খবর ওসি-র আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গিয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা আশরাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাঁকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা আশরাফুল শেখের পরিবারের ওই সদস্যের ঠিক মতো চিকিৎসা করেননি। এরপরই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালেরই কিছু কর্মীর বচসা বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ আরও কয়েকজন আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার। সূত্রের খবর, পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করলে আশরাফুলের পরিবারের একজন মহিলা সদস্যা হটাৎই পুলিশের গায়ে হাত দেন। এরপরই 'মদ্যপ' অবস্থায় আশরাফুল শেখ এবং তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করে বলে অভিযোগ। প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে দুই প্রতিবেশীর ঝামেলা মেটানোর জন্য ১ লক্ষ টাকার নেওয়ার অভিযোগ উঠেছিল কীর্ণাহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। এরপর আশরাফুলের বিরুদ্ধে 'দিদিকে বলো'তে ফোন করে অভিযোগ জানান বীরভূমের কয়েকজন বাসিন্দা। পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুলের বিরুদ্ধে কোনও কারণে ছাড়াই এক ব্যক্তিকে থানায় আটকে রেখে মারধর করার অভিযোগও উঠেছিল। গোটা ঘটনা পুলিশের শীর্ষমহলের নজরে আসার পরেই তাঁকে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বীরভূমের পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন আশরাফুল।
  • Link to this news (আজকাল)