আজকাল ওয়েবডেস্ক: আচমকাই কেঁপে উঠল মাটি। ধসে গেল ৪০০ ফুট নদী বাঁধ। বুধবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক লঞ্চঘাট এলাকায় রায়মঙ্গল নদীর উপর এই বিস্তীর্ণ এলাকার বাঁধ ধসে ঢুকে গিয়েছে নদী গর্ভে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে হিঙ্গলগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়ার দাপটে কয়েকটি গাছও ভেঙে যায়। বেশ কিছু জায়গায় জল জমে যায়। বৃষ্টির জলে নদী বাঁধ নরম হয়ে গিয়েছিল। দুপুরে দুলদুলির কেদারচক লঞ্চ ঘাটের কাছে আচমকা নদী বাঁধে ফাটল দেখা যায়। কিছুক্ষণ পর দেখা যায় বাঁধের দীর্ঘ অংশ ধীরে ধীরে নদী গর্ভে চলে যাচ্ছে। স্থানীয়দের দাবি, ঘণ্টাখানেকের মধ্যে প্রায় ৪০০ ফুট বাঁধ নদীর গর্ভে ঢুকে যায়।
স্থানীয় বাসিন্দা যোগেন মণ্ডল ও বিশ্বজিৎ বিশ্বাস বলেন, 'সকাল থেকে তুমুল বৃষ্টির পর বেলা বাড়লে বৃষ্টি থেমে যায়। দুপুরে হঠাৎ মাটি কাঁপতে থাকে। আমরা সকলেই তখন নদী বাঁধের দিকে ছুটে যাই। পৌঁছে দেখি বাঁধের প্রায় ৪০০ ফুট ভেঙে নদীতে ঢুকে গিয়েছে। আমরা আশঙ্কা করছি জল বাড়লেই এখানে প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে।'
এবিষয়ে বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, 'হিঙ্গলগঞ্জ এলাকায় সকাল থেকে ভারি বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝড়ও ছিল। নদী বাঁধের যে অংশ ভেঙে গিয়েছে সেটা দ্রুত মেরামত করা হবে।'