পেটে অসহ্য যন্ত্রণা, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মৃত্যু হল পরীক্ষার্থীর
আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পেটের অসহ্য যন্ত্রণায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থী অভিজিৎ রায় জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বুধবার সকালে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, অভিজিৎ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। অন্য পরীক্ষা দিলেও অঙ্ক পরীক্ষার দিন ভোর থেকে পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। ব্যাথা অসহ্য হয়ে উঠলে তাঁকে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার পর বাড়ি নিয়ে গেলে আবার অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। তাঁকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। সেখান থেকে মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় বাজরাপাড়ার বেসরকারি একটি চিকিৎসাকেন্দ্রে। বুধবার ভোরে সে মারা যায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ অভিজিৎ মাঝে মাঝেই পেটের ব্যাথায় কাবু হয়ে পড়ত। অস্ত্রোপচারও করা হয়েছিল। মঙ্গলবার সেই সমস্যাই চরম আকার ধারণ করলে তাঁকে আর বাঁচানো যায়নি।