তিন ঘরে তিনটি দেহ, হাতের শিরা কাটা, বাইপাসের দুর্ঘটনার খবর দিতে ট্যাংরায় পৌঁছতেই পুলিশের নজরে এল রক্তস্রোত...
আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু ট্যাংরায়। বুধবার সকালে এলাকার একটি বাড়ি থেকেই তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলির হাতের শিরা কাটা ছিল বলে জানিয়েছেন পুলিশ। বুধবার সকালে ইএম বাইপাসের উপর একটি পথদুর্ঘটনায় এক আহতের কাছ থেকে ট্যাংরার ঠিকানা উদ্ধার করে পুলিশ। সেই ঠিকানা সূত্রে দুর্ঘটনার খবর দিতে ট্যাংরার বাড়িটিতে পৌঁছেছিল পুলিশ। তখনই তারা মৃতদেহগুলি উদ্ধার করে। কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুই মহিলা এবং এক কিশোরী রয়েছে। বুধবার সকালে বাড়িটির তিনটি ঘর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত এক মহিলার স্বামী কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পরিবারের সকলেই আত্মহত্যা করেছেন না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের মধ্যে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করা যায়নি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা। রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধদমন শাখা) রূপেশ কুমার। পুলিশ জানিয়েছে, ইম বাইপাসের দুর্ঘটনায় আহতদের একজন দাবি করেছেন, আর্থিক অনটনের কারণে পরিবারের সকলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ওই ব্যক্তি আরও দাবি করেছেন, বুধবার সকালে তাঁরাও নিজেদের শেষ করে দেওয়ার জন্যই ওই দুর্ঘটনা ঘটান।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''তিনটি মহিলার মৃতদেহ উদ্ধার হয় তার মধ্যে একজন কিশোরী। দু'জনের দেহে ক্ষত ছিল। ময়নাতদন্তের পর বোঝা যাবে। বুধবার সকালে গরফা থানা এলাকায় একটি দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরায় মৃতদেহ উদ্ধার হয়। দু'টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। খুন না কি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন ঘটনাস্থলে।''
প্রসঙ্গত, বুধবার সকালেই রুবির কাছে কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রিবাহী গাড়ি। সেই দুর্ঘটনায় তিন জন আহত হন। ওই দুর্ঘটনায় আহতের পরিবারের খোঁজ করতে গিয়ে বাড়ি থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা।