• স্ত্রীকে জানিয়েই পরকীয়া! পরিবার নিয়ে প্রেমিকার সঙ্গে বাড়ি ছাড়লেন যুবক
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: স্ত্রীকে জানিয়েই পরকীয়া। পরিবার নিয়ে প্রেমিকার সঙ্গেই বাড়ি ছাড়লেন এক যুবক। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ির। যুবকের নাম দীপঙ্কর। তিনি টেকাটুলি এলাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। দীপঙ্কর বিবাহিত। একটি সন্তানও রয়ছে তাঁর। জানা গিয়েছে, দীপঙ্কর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। একথা তাঁর স্ত্রী জানতেন। কিন্তু তাতে তাঁর কোনও আপত্তি ছিল না। তাই দীপঙ্কর পরিবারকে সঙ্গে নিয়েই তাঁর প্রেমিকার সঙ্গে অন্যত্র বসবাসের সিদ্ধান্ত নেন। দীপঙ্করের প্রেমিকাও বিবাহিত। তাঁরও একটি সন্তান রয়েছে। পাঁচ জন একসঙ্গে লুকিয়ে ডালখোলার উদ্দেশে রওনা দেন। এমনকী চাকরিও ছেড়ে দেন দীপঙ্কর। সিদ্ধান্ত নেন, ডালখোলায় তিনি একটি কারখানায় কাজ করবেন। কিন্তু এই সুখ বেশি দিন টেকেনি। দীপঙ্কর এবং তাঁর প্রেমিকার বাড়ি থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অবশেষে তদন্তে নেমে পুলিস পাঁচ জনকেই উদ্ধার করেছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর।
  • Link to this news (বর্তমান)