• 'তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?', স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর...
    ২৪ ঘন্টা | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • রণজয় সিংহ: ভালোবেসেই বিয়ে করেছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই বাপের বাড়ি চলে যায় স্ত্রী। স্বামীকে জানায় যে, ভাদ্র মাস কাটিয়ে সে শ্বশুরবাড়ি ফিরে আসবে। কিন্তু ভাদ্র মাস কেটে গেলেও স্ত্রী বাড়ি ফিরে আসেনি। ভিডিয়ো কলে স্বামী-স্ত্রীর প্রতিদিন কথা, ঝগড়া হত। আচমকাই স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী হল স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুরের দুই নম্বর বিমল দাস কলোনি এলাকায়। 

    জানা গিয়েছে মৃত যুবকের নাম সুরজিৎ হালদার (২৪)। পেশায় একজন একজন দর্জি ছিলেন সুরজিত্‍। গত নয় মাস আগে ভালোবেসেই বৈষ্ণব নগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই ভাদ্র মাস কাটানোর নাম করে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় তাঁর স্ত্রী বলে অভিযোগ। তারপর থেকে আর শ্বশুর বাড়ি ফিরে আসেনি।

    মৃত যুবকের পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছিল। কী নিয়ে সেটা তাদের জানা ছিল না। তবে স্বামী-স্ত্রী মোবাইলে ভিডিয়ো কলে কথাবার্তা বলত এবং ঝগড়াও করত।

    মৃতর দিদি মৌ হালদার জানান, ভাইয়ের স্ত্রী ভাইকে ভিডিয়ো কলে ব্ল্যাকমেল করত এবং যখন তখন বলত তুমি আমাকে কত ভালবাসো তার প্রমাণ দিতে হবে এবং এও বলত তুমি আমার জন্য জীবন দিতে পারবে কিনা, তারই প্রমাণ দিতে গিয়ে জীবন দিয়ে খেসারত দিতে হল আমার ভাইকে, এই মৃত্যুর পিছনে পুরো দায় আমার ভাইয়ের স্ত্রীর। কারণ গতকাল রাতে সুরজিৎ তাঁর স্ত্রীকে ভিডিয়ো কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ভালোবাসার প্রমাণ দিতে হল।

    গভীর রাতে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সুরজিৎকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বিমল দাস কলোনি এলাকা জুড়ে।

    Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

    iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

    কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

  • Link to this news (২৪ ঘন্টা)