• পুলিস ব্যারাকে রহস্যমৃত্যু অফিসারের! ঝুলন্ত দেহ মিলতেই মায়াপুরে শোরগোল..
    ২৪ ঘন্টা | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রসেনজিত্‍ মালাকার: প্রোমোশন পেয়েও স্বস্তি নেই! একমাসের মাথায় রহস্যমৃত্যু ASI-র। পুলিস ব্যারাকেই মিলল ঝুলন্ত দেহ। চাঞ্চল্য ছড়াল নদিয়ার মায়াপুরে। 

    পুলিস সূত্রে খবর, মৃত পুলিসকর্মীর নাম দেবাশীষ গড়াই। বাড়ি, বীরভূমের নানুরে। তবে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বোলপুরের প্রান্তিকে। এক মাস আগেই  ASI পদে প্রোমোশন পেয়েছিলেন দেবাশীষ। পোস্টিং ছিল নদীয়ার মায়াপুর ফাঁড়িতে। ফাঁড়ির পাশেই পুলিসকর্মীদের থাকার জন্য ব্যারাক রয়েছে।  সেই ব্যারাকের একটি ঘরেই থাকতেন ওই পুলিসকর্মী। 

    আজ, বুধবার বেলা গড়িয়ে গেলেও ঘরের দরজা খোলেননি দেবাশীষ। ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ মেলেনি। শেষে দরজা ভেঙে ঘরে ঢোকেন অন্যন্য পুলিসকর্মীরা। ঘরে দেবাশীষের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পুলিসকর্মী। মৃতের মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

    এদিকে দেবাশিষ যে আত্মহত্যা করেছেন, তা মানতে নারাজ পরিবারের লোকেরা। খুনের অভিযোগ করেছেন তাঁরা। স্ত্রীর দাবি, প্রোমোশন নেওয়ার পর থেকে নানাভাবে স্বামীর উপর চাপ দেওয়া হত। সেকারণেই এমন পরিণতি।  

  • Link to this news (২৪ ঘন্টা)