• বুধসন্ধ্যার পর থেকেই রাজ্যে প্রায় সব জেলায় প্রতিদিনই বৃষ্টি! অসময়ের দুর্যোগে শঙ্কিত বঙ্গবাসী...
    ২৪ ঘন্টা | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: কিছুক্ষণ আগের এক ওয়েদার আপডেটে বলা হয়েছিল, দক্ষিণের সব জেলায় হবে অসময়ের বৃষ্টি, থাকবে দমকা ঝোড়ো হাওয়া। হাওড়া এবং দুই ২৪ পরগনা-সহ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি হয়েছিল আজ। এবার এসে গেল আজকের বিকেলের আবহাওয়া-সংবাদ। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন, আপাতত রাজ্যে প্রতিদিন বৃষ্টি, প্রায় সব জেলাতেই বৃষ্টি। 

    আজ, বুধ-সন্ধ্যায়

    বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরের সব জেলায় হালকা বৃষ্টি। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাত। 

    আগামীকাল বৃহস্পতিবার

    উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত। দক্ষিণের সব জেলায় ঘুরিয়ে-ফিরিয়ে বৃষ্টি। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

    শুক্রবার

    রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি। সেদিন বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই। জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ছাড়া সেদিন উত্তরে আর কোথাও তেমন বৃষ্টি নেই। 

    শনিবার

    দক্ষিণের সব কয়েকটি জেলার অনেকটা অংশ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরে উঁচু পার্বত্য এলাকায় খুব হালকা তুষারপাত। বাকি উত্তরের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

    রবিবার

    দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় সেদিন বেশি বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলায় খুব হালকা বৃষ্টি। সেদিন পার্বত্য জেলায় বৃষ্টি কিছুটা বেশিই। 

    সোমবার

    সোমবার থেকে বৃষ্টি কমবে। এদিন থেকে কিছুটা শুষ্ক হবে আবহাওয়া। কিছুটা হ্রাস পাবে জলীয় বাষ্পের পরিমাণ। উত্তরে কিছু জেলায় খুব হালকা বৃষ্টি হবে। 

    প্রভাব

    দার্জিলিংয়ের প্রায় গোটা এলাকায় ঘন কুয়াশা। দক্ষিণের সব জেলায় অসময়ের বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া। হাওড়া এবং দুই ২৪ পরগনা-সহ কিছু জেলায় কমলা সতর্কতা জারি আজ।

  • Link to this news (২৪ ঘন্টা)