সঞ্জয় রাজবংশী: প্রকাশ্য রাস্তায় এক মহিলা এক যুবককে কোপাচ্ছে কাটারি দিয়ে। শিউরে উঠলেন আসপাশের লোকজন। তারাই ওই যুবককে ভর্তি করেন স্থানীয় হাসপাতালে। ততক্ষণে সব শেষ। বুধবার সকালে এমন ভয়কর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনার রানীবন্দর এলাকায়। ওই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর,আজ সকাল এগারোটা নাগাদ শামীম মণ্ডল নামে ওই যুবক বাইকে চড়ে তার গ্রাম কপুরডাঙ্গা থেকে যাচ্ছিলেন ওই মহিলার গ্রাম বানীবন্দর দিয়ে। সেইসময় ওই মহিলা ওই যুবককে লক্ষ্য করে অ্য়াসিড ছোড়ে। তাতেই যুবকের দেহের সামনের অংশ পুড়ে যায়। বাইক থেকে পড়ে যায় শামীম। তার পরই দৌড়ে গিয়ে যুবকের ঘাড়ে কাটারির কোপ দেয় ওই মহিলা। এরপর কাটারির একাধিক কোপ। মাটিতে পড়ে নিথর হয়ে যায় শামীমের দেহ।
যুবকের স্ত্রীর দাবি, ওই মহিলার সঙ্গে দিদি পাতিয়েছিল শামীম। তার সঙ্গে লোন সংক্রান্ত টাকা পয়সার লেনদেন ছিল শামীমের। সেই লোনের টাকাই বাকী ছিল যুবকের। টাকা আদায়ের জন্য গতকাল শামীমের বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে যায়। তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি শামীমের পরিবার। কিন্তু রাত পোহাতেই এই কাণ্ড। পুলিস ওই মহিলাকে আটক করেছে। মহিলার এরকম রোষের পেছনে কী কারণ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।