শ্রীকান্ত ঠাকুর: মাত্র ৮ বছরে গল্পের বই লিখে তাক লাগিয়ে দিয়েছে বালুরঘাটের আরুহী মিশ্র। এমনকি তার লেখা বই এবার কলকাতা বইমেলাতেও প্রকাশিত হয়েছে। বিক্রি হয়েছে দেদার। মাত্র ৮ বছরের শিশুর হাত দিয়ে ৩৫ টি গল্প সম্বলিত এই বই 'Musings of an eight years old' সারা ফেলেছে কলকাতা বইমেলায়। বালুরঘাটের ট্যাংক মোড় এলাকায় একটি বহুতলে ছোট্ট আরোহী তার মা বাবার সঙ্গে থাকে। বালুরঘাটের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে সে। এখন নার্সারি গণ্ডি পেরোয়নি। কিন্তু তার লেখা দেখলে কে বলবে যে মাত্র আট বছর বয়সেই সে লেখায় এই ধরনের ব্যুৎপত্তি অর্জন করেছে।
ছোট বয়স থেকেই বাবা সানি মিশ্র যিনি শিক্ষা দপ্তরের আধিকারিক পদে কর্মরত রয়েছেন তার লেখা দেখেই বই লিখতে শেখা, বাবার নামে বই প্রকাশ হলে বাবার নাম কেটে দিয়ে সেখানে নিজের নাম হাত দিয়ে লিখে দিত আরুহী এখান থেকেই শুরু বইয়ের প্রতি ভালোবাসা। মা-বাবার উৎসাহ কে কাজে লাগিয়ে পুরোদস্তুর লেখক উঠেছে আরোহী। পড়াশোনার ক্ষেত্রে ভালোবাসার সাবজেক্ট অংক। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। তার পাশাপাশি সে লেখাও চালিয়ে যেতে চায়। এখনো পর্যন্ত ৫০ টি গল্প লিখেছে, প্রকাশিত হয়েছে ৩৫টি গল্প। লক্ষ্য এবারের গ্রীষ্মের ছুটিতেই বাকি ৫০ টা গল্প লিখে ফেলা। তার প্রিয় লেখক রাস্কিন বন্ড ও সুধামূর্তি। পড়াশোনার ফাঁকে যখনই সময় পায় তখনই হয় বই পড়া কিংবা বই লেখার কাজ করে ছোট্ট আরুহী। পড়াশোনাতেও তার বিস্তর সুনাম। রয়েছে। স্কুলে ও ক্লাসে ও তাকে সবাই এক ডাকেই চেনে। পড়াশোনার পাশাপাশি ভারতীয় ধ্রুপদ সংগীতেও চর্চা রয়েছে তার। সারাদিনে পড়াশোনার পাশাপাশি বই পড়া ও বই লেখাতে মনোনিবেশ করেছে।
তার মা মনীষা মিশ্রের দাবি একটা গল্পের বই বাড়িতে আসলে যতক্ষণ না সেটা শেষ হচ্ছে ততক্ষণ পড়াশোনায় মন বসে না আরোহীর গল্পের বই দিয়েই তার দিনের শুরু গল্পের বই দিয়েই দিনের শেষ আগামী দিনে পড়াশোনার পাশাপাশি ভালো লেখক হয়ে ওঠাও। তার লেখা দেখে অবাক প্রতিবেশী থেকে বালুরঘাটের তার পরিচিত মানুষজন কলকাতা বইমেলাতেও তার সুনাম ছড়িয়েছে নেটপাড়াতেও একাধিক লেখক তাকে শুভেচ্ছা জানিয়েছে এই অল্প বয়সে বই প্রকাশ করার জন্য।