• চাকরির টোপ দিয়ে প্রতারণা, অপহরণের চেষ্টা! মহিলার অভিযোগে শান্তিপুরে গ্রেপ্তার ভুয়ো পুলিশ
    প্রতিদিন | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: পুলিশের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার টোপ! একজন নয় একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা। একইভাবে এক মহিলাকে টোর দিয়ে পরে তাঁকে বাড়িতে থেকে অপহরণের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভুয়ো পুলিশ। বুধবার অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করে, পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শৈলেন ঘোষ। তিনি শান্তিপুর সর্বনন্দীপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর ধৃত শৈলেনের আগেও নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে একাধিকবার টাকা তুলেছে। এবার এক মহিলা অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা করা হয়েছে।

    অভিযোগকারী মহিলা পুলিশকে জানিয়েছেন, ধৃত শৈলেন তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিকবার টাকা নিয়েছেন। আরও অভিযোগ, মহিলাকে বাড়ি থেকে অপহরণ করারও চেষ্টা করেন অভিযুক্ত। মহিলার একটি সোনার চেনও ছিনতাই করেন তিনি। এরপরই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ জানায়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এই মহিলা ছাড়াও আরও কাদের সঙ্গে ধৃত প্রতারণা করেছেন, কত টাকা প্রতারণা করেছেন। সব কিছু জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)