মায়াপুর পুলিশ বারাকে এসআইয়ের ঝুলন্ত দেহ, মানসিক অবসাদ থেকে ‘আত্মহত্যা’?
প্রতিদিন | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: পুলিশ বারাকের ঘর থেকে উদ্ধার হল সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর পুলিশ ফাঁড়িতে। মৃত পুলিশ অফিসারের নাম দেবাশিস গড়াই। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মৃত দেবাশিস গড়াইয়ের বাড়ি বীরভূমের নানুর এলাকায়। তিনি চাকরি সূত্রে মায়াপুর পুলিশ ফাঁড়িতে পোস্টিং ছিলেন। ওই ফাঁড়ির পাশেই পুলিশ কর্মীদের থাকার জন্য বারাক রয়েছে। সেই বারাকের একটি ঘরেই থাকতেন এসআই দেবাশিস গড়াই। বুধবার সকাল হয়ে গেলেও তিনি দরজা খোলেননি। প্রথমে অন্যান্যদের তেমন কিছু খটকা লাগেনি। কিন্তু সময় পেরিয়ে গেলেও দরজা না খোলায় সন্দেহ হয় অন্যান্য পুলিশ কর্মীদের। দরজায় আঘাত করে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি।
এরপর সেই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন অন্যান্য পুলিশ কর্মী। দেখা যায় ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো দেবাশিস গড়াইয়ের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন এমন ঘটনা? তিনি কি মানসিক অবসাদে ভুগছিলেন? নাকি অন্য কোনও বিষয়? পরিবারের সদস্যদের সঙ্গে কি কোনও বিবাদ হয়েছিল তাঁর? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের পরিবারের কাছেও এই দুঃসংবাদ পাঠানো হয়েছে বলে খবর। মৃত পুলিশ আধিকারিকের মোবাইল ফোনও পরীক্ষা করে দেখা হচ্ছে।