• ট্যাংরায় হাড়হিম কাণ্ড! সাতসকালে ঘর থেকে উদ্ধার একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ
    প্রতিদিন | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: ট্যাংরার শীল লেনে হাড়হিম কাণ্ড। সাতসকালে ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের রক্তাক্ত দেহ। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও একজন শিশু। কীভাবে মৃত্যু? আত্মহত্যা নাকি খুন? কারণ কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। ঘটনার কিছুক্ষণের মধ্যে আটক করা হয়েছে ২ যুবককে। সম্পর্কে তাঁরা ভাই।

    জানা গিয়েছে, ট্যাংরার (Tangra Incident) শীল লেনের অতুল শূর লেনের বাসিন্দা মৃতদের পরিবার। বুধবার সকালে প্রতিবেশীরা ওই বাড়ির কারও কোনও সাড়াশব্দ পাননি। তাতেই তাঁদের সন্দেহ হয়। এরপরই প্রকাশ্যে আসে হাড়হিম কাণ্ড। ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের তিন সদস্যের রক্তমাখা দেহ। মৃতদের মধ্যে ২ জন মহিলা, একজন শিশু। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ট্যাংরা থানার পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

    কীভাবে মৃত্যু হল তিনজনের? আত্মহত্যা করেছেন তিনজনই? নাকি দুজনকে খুনের পর একজন আত্মঘাতী হয়েছেন? কিন্তু কেন? নাকি নেপথ্যে অন্য কেউ? ঘটনার পিছনে লুকিয়ে থাকা কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রণয় দে ও প্রসূন দে নামে ২ জনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা পালানোর চেষ্টা করছিলেন। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে মিললেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
  • Link to this news (প্রতিদিন)