'ব্রাহ্মণের মেয়ে মমতাকে ডিফেন্সিভ হতে বাধ্য করা হয়েছে এই প্রথমবার'
হিন্দুস্তান টাইমস | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
বাংলার রাজনীতিতে 'নেপোলিয়ন' মমতা বন্দ্যোপাধ্যায়ের 'শেষ' দেখতে পাচ্ছেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। শুভেন্দু স্তুতি করে তথাগত রায় দাবি করেন, 'শুভেন্দুই মমতার ওয়াটারলু তৈরি করবেন'। এদিকে শুভেন্দুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেন তথাগত রায়। তাঁর দাবি, এই প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ডিভেন্সিভ' হতে বাধ্য করেছেন শুভেন্দু অধিকারী।
আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগত রায় লেখেন, 'এই প্রথমবারের জন্যে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্সিভ হতে বাধ্য করেছেন। তিনি মমতাকে বলতে বাধ্য করেছেন - আমি ব্রাহ্মণ সন্তান। তিনি নিজেই নিজের সংখ্যালঘু তোষণের নীতি প্রকাশ করে বলেছন - 'ওর খাবে না? ওরা শিক্ষা পাবে না?' হিন্দু-মুসলিম সমীকরণ এবং তথাকথিত 'ধর্মনিরপেক্ষ দলগুলির' নির্লজ্জ মুসলিম তোষণ নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যে। এটাই হবে মমতার ওয়াটারলু।'
এদিকে অপর এক পোস্টে শুভেন্দু স্তুতি করে তথাগত রায় লেখেন, 'বহুদিন পরে হিন্দু বাঙালি পেল শুভেন্দুর মত নেতাকে, যিনি রাখঢাক না করে বাঙালি হিন্দুর হয়ে কথা বলছেন। হবে না কেন, মমতা পায়ে ফলস পট্টি বেঁধেও এঁকে হারাতে পারেন নি, কম্পার্টমেন্টালে পাশ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। একশো বছরের উপর বাংলায় সংখ্যালঘু, শান্তিপ্রিয় হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলমানের অত্যাচার চলছে। তার উত্তরে আমরা বাঙালি-অবাঙালি হিন্দু নেতাদের কাছে পেয়েছি শুধু ভোটের লোভে নির্লজ্জ মুসলমান তোষণ। মাঝে মাঝে এক-আধজন শ্যামাপ্রসাদ, প্রণবানন্দকে ব্যতিক্রম হিসাবে পেয়েছি । জয়তু শুভেন্দু!'
এর আগে মঙ্গলবার বিধানসভা উপস্থিত হয়ে কড়া প্রতিক্রিয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। এই নিয়ে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেন, জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। এই ঘটনা নিয়ে বিধানসভার ভিতরে এবং বাইরে সরগরম হয়ে উঠল রাজনীতির ময়দান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলার মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। আপনি মুখের ভাষায়, বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ করেছেন সেটা আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব। এই কথা আপনি বলতে পারেন কিনা। আর যদি আমি জঙ্গি হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন।' এদিকে এর আগে মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্য নিয়েও আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।