• শেখ শাহজাহানের পর এ বার জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ভাই আলমগীর
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সন্দেশখালির শেখ শাহজাহানের পর এ বার জামিনের আবেদন তাঁর ভাই শেখ আলমগীরের। কলকাতা হাইকোর্টে বুধবার তিনি জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।

    গত বছর মার্চ মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। ২০২৪-এর ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল আলমগীরকে।

    নিজাম প্যালেসে হাজিরার জন্য ডাকা হয়েছিল আলমগীরকে। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁর সঙ্গে মাফুজার আলম, সিরাজুল মোল্লা নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলেই রয়েছেন আলমগীর।

    প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। গত বছর ২৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। পরে আদালতের নির্দেশে রেশন দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে পায় তাঁকে। সেই থেকে জেলে শাহজাহানও।

  • Link to this news (এই সময়)