উত্তর ২৪ পরগণা সিপিএমে ফুটল 'পলাশ', সংগঠনে কি ফিরবে বসন্ত?
আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের সম্পাদক হলেন পলাশ দাস। বুধবার দলের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট-এ দলের এক বৈঠকে পলাশ দাসকে জেলা সম্পাদক পদে নির্বাচিত করা হয়। জানা গিয়েছে, দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে পলাশ দাসকেই দলের জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পলাশের আগে এই জেলার সম্পাদক ছিলেন মৃণাল চক্রবর্তী। জেলা সম্মেলনের প্রতিনিধিদের ভোটাভুটিতে তিনি হেরে গিয়ে এই মুহূর্তে তিনি শুধু দলের রাজ্য কমিটির সদস্য। এবছর উত্তর ২৪ পরগণা জেলা কমিটির মোট সদস্য সংখ্যা ৭৪। এঁদের মধ্যে ১৭ জন জেলা কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
চলতি মাসের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, টানা তিনদিন বারাসতের রবীন্দ্র ভবনে উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের ২৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের একটি সূত্র অনুযায়ী জানা যায়, সম্মেলনের প্রথমদিন থেকেই ছিল টানটান উত্তেজনা। যাতে কোনওরকম সংঘাত না হয় সেজন্য প্রথমদিন থেকেই বারাসতে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যর মতো দলের শীর্ষ নেতারা। কিন্তু তাতেও গোষ্ঠীকোন্দল এড়ানো যায়নি। দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেলিম বা শ্রীদীপের সামনেই মৃণাল চক্রবর্তীর অপসারণ চেয়ে একটি অংশ সরব হয়। সেইসঙ্গে প্রশ্ন ওঠে লিবারেশনের সঙ্গে সিপিএমের জোট নিয়েও। একইসঙ্গে জেলায় সংগঠনের দুরাবস্থার কথা তুলে মৃণালের অপসারণের দাবিও ওঠে।
শেষপর্যন্ত তা'ই হয়েছে। ভোটাভুটিতে হেরে যান মৃণাল। জেলায় দলের আহ্বায়ক হন রাজ্য কমিটির সদস্য পলাশ দাস। বুধবার আলিমুদ্দিনে তিনিই নির্বাচিত হন দলের জেলা কমিটির সম্পাদক হিসেবে। যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন তিনি। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মুখপত্র 'যুবশক্তি' সম্পাদক।
এমনিতে জেলায় সংগঠনের অবস্থা খুব একটা ভাল নেই। দলীয় স্তরে পারস্পরিক অন্তর্দ্বন্দ্বের অভিযোগও শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে দলের ভার নিয়ে জেলার রাজনীতিতে বসন্ত আনতে পারবেন অপেক্ষাকৃত তরুণ মুখ পলাশ?