• ফের বিজেপিতে গোলমাল, সভাপতির অপসারণ চেয়ে পথে বিজেপি কর্মীরা...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠীকোন্দলে জেরবার রাজ্য বিজেপি। বুধবার ফের এই কোন্দলের ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। এদিন দুপুরে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের অপসারণ চেয়ে পথে নামলেন বিজেপি কর্মীরা। দলে দলে বিজেপি কর্মীরা জয়নগর সাংগঠনিক জেলার বারুইপুর কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান।

    তাঁদের দাবি, এই জেলা সভাপতির পদত্যাগ চাই। তিনি ইচ্ছাকৃতভাবে মণ্ডল সভাপতিদের অপসারণ ঘটিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির জয়নগর সাংগঠনিক জেলায় জয়নগর, কুলতলি, মগরাহাট, ক্যানিং পূর্ব ও পশ্চিম গোসাবা ও বাসন্তী বিধানসভা এলাকায় ২৯ জন মণ্ডল সভাপতির মধ্যে ১৫ জন সভাপতিকে সরিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। 

    এবিষয়ে উৎপল নস্করের দাবি, মণ্ডল সভাপতি নির্বাচন তাঁর হাতে নেই। রাজ্য নেতৃত্ব থেকে এই বাছাইয়ের কাজটা করা হয়। কাজের নিরিখেই এই বদল হয়। রাস্তায় নেমে দলের বদনাম করছেন এই কর্মীরা। এর পিছনে শাসকদল তৃণমূলের মদত রয়েছে বলে উৎপলের অভিযোগ। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিজেপির পারস্পরিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে কোনওভাবেই দলের কেউ যুক্ত নয় বলে শাসক শিবিরের দাবি।
  • Link to this news (আজকাল)