আজকাল ওয়েবডেস্ক: ফের মালদহে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি চালায় পুলিশ। আর তল্লাশিতেই বড় সাফল্য। যে যুবককে আটক করা হয়েছিল, তার কাছে মিলেছে পাঁচটি সেভেন এমএম পিস্তল ও দশটি ম্যাগাজিন। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে,ধৃতের নাম রাহেল রানা(৩৫)। বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। এদিন দুপুরে বৈষ্ণবনগর থানার খেজুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি বাইকে করে রাহেল রানা আসছিল। সে সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।
তল্লাশি চলাকালীন তার হেফাজত থেকে পাঁচটি সেভেন এমএম পিস্তল ও দশটি ম্যাগাজিন উদ্ধার হয়।ধৃ ত যুবক বৈষ্ণবনগর থানায় এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সে বিহারের সাহেবগঞ্জে বসবাস করে বলে জানিয়েছেন মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ধৃতকে বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে তোলা হবে।