• মহেশতলায় মাধ্যমিক চলাকালীন সিলিং ফ্যান ভেঙে আহত পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক চলাকালীন সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত এক পরীক্ষার্থী। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে মহেশতলার একটি স্কুলে। স্কূল সূত্রে খবর, তার মাথা এবং হাতে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে সে পিজির বাঙ্গুর নিউরো হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আহত ওই পরীক্ষার্থীর নাম নন্দীতা। এদিন স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই চলতে থাকা সিলিং ফ্যানটি আচমকা নন্দীতার মাথার উপর ভেঙে পড়ে। এরপরই শ্রেণিকক্ষে শোরগোল পড়ে যায়। উপস্থিত শিক্ষকরা তাকে কোনওমতে সেখান থেকে উদ্ধার করে আনেন। খবর পেয়ে ওই কেন্দ্রের কর্তব্যরত পুলিস আধিকারিকও ছুটে যান। পৌঁছন মহেশতলা থানার আইসি তাপস বসু। তড়িঘড়ি নন্দীতাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাকে পিজির বাঙ্গুর নিউরো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর নন্দীতা সেখানে বসেই পরীক্ষা সম্পূর্ণ করেছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।
  • Link to this news (বর্তমান)