• বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ ও এবিভিপির আন্দোলন
    দৈনিক স্টেটসম্যান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • বাজেট পেশের পর বিধানসভায় বিরোধী বিধায়কদের হট্টগোল কিছুতেই থামছে না। মুলতুবি প্রস্তাবে আলোচনার সুযোগ না মিলতেই বুধবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এদিন বিজেপি চা-বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনে ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে একটি মুলতুবি প্রস্তাব আনে। কিন্তু তা নিয়ে আলোচনার সুযোগ মেলেনি। আর তা নিয়েই ফের বিজেপি বিধায়কদের বিক্ষোভ শুরু হয়। স্লোগান তুলে ওয়াক আউট করেন রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়করা। এরপরই বিধানসভার গেটে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন করেন তাঁরা।

    সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের বাজেট প্রস্তাবে চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের আওতায় আনার কথা বলা হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। বুধবার রাজ্যের সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বিজেপি। বিধানসভায় আনা হয় মুলতুবি প্রস্তাব। তবে এ বিষয়ে কোনও আলোচনার সুযোগ পেয়ে গেরুয়া শিবিরের বিধায়করা স্লোগান তুলে ওয়াকআউট করেন। তাঁরা প্ল্য়াকার্ড হাতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এরপর বিধানসভার গেটের সামনে বসে পড়েন। বিক্ষোভে শামিল হন বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। কার্যত গোটা বিধানসভা চত্বর উত্তাল হয়ে ওঠে।

    প্রসঙ্গত আগামী ২৩ ফেব্রুয়ারি চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কালচিনিতে সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সভায় গোর্খা নেতা বিমল গুরুংকে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। এদিকে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে। বুধবার তাঁরা একটি বিক্ষোভেও সামিল হয়েছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তার ওপর বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভকে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)