• রিজেন্ট পার্কে ডাকাতিতে পুলিসের জালে খোদ গৃহকর্ত্রীই!
    ২৪ ঘন্টা | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম থেকে সন্দেহের তালিকা ছিলেন। রিজেন্ট পার্কে ডাকাতিতে এবার পুলিস জালে খোদ গৃহকর্ত্রী! গ্রেফতার তাঁর ভাইও। পুলিস জানিয়েছে, স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলের বিয়ের গয়না চুরি করে নিজেই ডাকাতির গল্প ফেঁদেছিলেন গৃহকর্ত্রী।

    ভরসন্ধেয় রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতি। টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউতে একটি আবাসনে বাসিন্দা সোনালি বিশ্বাস। তিনি দাবি করেছিলেন, এপ্রিল ছেলের বিয়ে। বাড়ি কিছু গয়না রাখা ছিল। সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে ঢুকে হাত পা বেঁধে তাঁকে অচৈতন্য় করে সেই গয়না লুঠ করেছে ২ দুষ্কৃতী। ঘটনায় তাজ্জব বনে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা।  সিসিটিভিতে মোড়া রিজেন্ট পার্কে এমন দুঃসাহসিক ডাকাতিতে শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠেছিল।

    এদিকে ঘটনার তদন্তে নেমে যখন সোনালিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিস, তখন তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে খবর। ফলে সন্দেহ হয় তদন্তকারীদের। পুলিস সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে ওই আবাসনে অপরিচিত বা বাইরের কাউকে ঢুকতে দেখা যায়নি। তদন্তে জানা যায়, মাস খানেক গৃহকর্তার কাছে  ৫ থেকে ৬ লক্ষ সোনালির ভাই। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে গৃহকর্তা। এরপর গৃহকর্তার প্রথম পক্ষের ছেলের বিয়ের গয়না লুঠ করার পরিকল্পনা করে সোনালীই। এরপর আবার নিজেই ডাকাতির গল্প ফাঁদেন! ডাকাতি ও পুলিসকে বিভ্রান্ত করার অভিযোগে সোনালি ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)