• দমদম স্টেশনে আপ শান্তিপুর লোকালে তরুণীর 'শ্লীলতাহানি', গ্রেপ্তার কলকাতা পুলিশের হোমগার্ড
    প্রতিদিন | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সুব্রত বিশ্বাস: লোকাল ট্রেনে চড়ার সময় শ্লীলতাহানি। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার কলকাতা পুলিশের কোস্টাল বিভাগের হোমগার্ড। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বাস দমদম জিআরপির।

    বুধবার সন্ধ্যা। ঘড়ির কাঁটায় সাতটা হবে। দমদম স্টেশনে অফিস ফিরতিদের ভিড়। আপ শান্তিপুর লোকালে ওঠার চেষ্টা করেন এক তরুণী। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে। প্রথমে হতচকিত হয়ে যান। পরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। ওই ব্যক্তির সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাতে ক্ষুব্ধ হন। অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন তরুণীর সহযাত্রীরা।

    এরপর ওই তরুণী দমদম জিআরপিতে যান। ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। উন্মত্ত যাত্রীদের কাছ থেকে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় জিআরপি। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দীপঙ্কর সেন। কলকাতা পুলিশের কোস্টাল বিভাগে হোমগার্ড পদে কর্মরত। জিআরপি সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। ভরসন্ধ্যায় লোকাল ট্রেনে শ্লীলতাহানির ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)