• বয়ানে অসঙ্গতি, ফ্ল্যাটে ঢুকে লুট কি সাজানো
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • রিজেন্ট পার্কে লুটের ঘটনা কি সাজানো? প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাড়ি থেকে গয়না লুটের গল্প সাজিয়ে ছিলেন অভিযোগকারী মহিলা। মঙ্গলবার সকাল থেকে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে ঘটনাটি সাজানো বলেই মনে করছেন তদন্তকারীদের একাংশ। কারণ হিসাবে তাঁরা বলছেন, ওই মহিলার বয়ান ঘটনার সঙ্গে মিলছে না। তবে, এ দিন রাত পর্যন্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয়নি।

    পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর দাবি ছিল, সোমবার রাতে তাঁর ঘর থেকে সোনার গয়না লুট হয়েছে। কিন্তু তদন্তে নেমে পুলিশের দাবি, ওই মহিলা অনেক দিন আগেই সোনার গয়না বিক্রি করে দিয়েছেন। কোথায় কোথায় সেগুলি বিক্রি করা হয়েছিল, আপাতত সেটাই জানার চেষ্টা চলছে।

    পুলিশ সূত্রের খবর, রিজেন্ট পার্ক থানা এলাকার রানিকুঠি মোড়ে একটি আবাসনের দোতলায় স্বামী ও ছেলেকে নিয়ে থাকেন বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছিলেন, সোমবার বিকেলে পাশেই মা-বাবার কাছে গিয়েছিলেন তিনি। সাড়ে ৭টা নাগাদ ফিরে আসেন। আবাসনে ঢুকে ফ্ল্যাটের সামনে যেতেই মুখে মাস্ক পরা এক ব্যক্তি তাঁকে ছুরি দেখিয়ে জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে। এর পরে দরজা বন্ধ করে দেয়। ওই মহিলার অভিযোগ ছিল, তাঁর হাত বেঁধে অজ্ঞান করে দুষ্কৃতীরা গয়না নিয়ে পালায়। তিনি জানান, মুখে মাস্ক পরা দু’জন দুষ্কৃতী হামলা চালায়। তাদেরই এক জন ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাঁকে ঠেলে ঘরে ঢোকায়। তিনি বাধা দিতে গেলে তাঁর মুখে কাপড় ঢুকিয়ে দেয় অভিযুক্তেরা। এর পরে তাঁর কপাল দেওয়ালে ঠুকে দেয়।

    তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করে। সেই সূত্রে তারা জেনেছে, যে সময়ে ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি, তার আগে ও পরে বাইরের কেউ ওই আবাসনে ঢোকেনি। এমনকি অসঙ্গতি রয়েছে ওই মহিলা ও তাঁর ছেলের বয়ানেও। এর পরেই ওই মহিলাকে টানা জেরা করা হয়।

  • Link to this news (আনন্দবাজার)