জিপিএস ট্র্যাক করে ঝাড়খণ্ড থেকে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার পুলিসের
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, রামপুরহাট: জিপিএস ট্র্যাক করে ঝাড়খণ্ডে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করল রামপুরহাট থানার পুলিস। যদিও কাউকে ধরতে পারেনি পুলিস। তাড়া খেয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় ঝাড়খণ্ডের গিরিডি জেলার সুরিয়াখানা থানা এলাকার একটি নালায় চাকা পড়ে গাড়িটি আটকে যায়। ধরা পড়ার ভয়ে চাবি নিয়ে চম্পট দেয় চালক। যদিও রামপুরহাট থানার পুলিস জানিয়েছে, ছিনতাইকারীদের ধরতে ঝাড়খণ্ড পুলিসের সাহায্য নেওয়া হচ্ছে।
গত সোমবার সকালে পর্যটক সেজে দুই ব্যক্তি তারাপীঠ থেকে ঝাড়খণ্ডের দেওঘরে যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করে। ঝাড়খণ্ডের বাসকিনাথের কাছে তাদের পরিচিত আরও এক ব্যক্তি ওঠে। জসিডি থেকে ১৫কিমি দূরে গ্রামের বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য বলে। পরে জঙ্গলের রাস্তায় চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। মারধরের পাশাপাশি শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। চালকের মুখে কিছু স্প্রে করে মোবাইল, টাকা কেড়ে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঝাড়খণ্ড পুলিস চালকের অভিযোগে কোনও গুরুত্ব দেয়নি। তারাপীঠ থেকে লোকজন গিয়ে চালককে উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার এব্যাপারে রামপুরহাট থানায় অভিযোগ জানান গাড়ির মালিক কৌশিক সাহা। পুলিস গাড়িতে লাগোনো জিপিএস ট্র্যাক করে জানতে পারে ঝাড়খণ্ডের গিরিডি এলাকায় গাড়িটি রয়েছে। এরপর রাতে রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যর একটি টিম সেখানে যায়। জিপিএস ট্র্যাক করে দেখা যায়, গিরিডির সুরিয়াখানা থানা এলাকায় গাড়িটি রয়েছে। সেইমতো বুধবার সকালে সুরিয়াখানা থানার পুলিসের সহযোগিতায় গাড়ির পিছু নেয় রামপুরহাটের পুলিসের টিম। পুলিস জানিয়েছে, সুরিয়াখানায় গাড়িটিকে চলন্ত অবস্থায় দেখা যায়। কিন্তু নম্বরপ্লেট খুলে দেওয়া হয়েছিল। গাড়িটি ধাওয়া করে পুলিস। তখন ওই গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না। চালক তা বুঝতে পেরে গতিবেগ বাড়িয়ে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে একটি জায়গায় মোড় ঘোরার সময় গাড়িটির চাকা নালায় ফেঁসে যায়। বেগতিক বুঝে চালক চাবি নিয়ে গাড়ি ছেড়ে চম্পট দেয়।
কৌশিকবাবু বলেন, রামপুরহাট থানার পুলিসের তৎপরতার গাড়িটি ফিরে পেলাম। - নিজস্ব চিত্র