• গোরুর ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বাইকে সজোরে গোরু গুঁতো মারায় বুধবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এক মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হল। জখম টিনা খাতুনের পায়ে ও শরীরের একাধিক জায়গায় চোট লাগে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের তার পরীক্ষার বন্দোবস্ত করা হয়। আজ, বৃহস্পতিবারও ওই ছাত্রী হাসপাতালের সিক রুমেই পরীক্ষা দেবে। একই ঘটনায় আরও এক পরীক্ষার্থীর চোট লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে নির্দিষ্ট সময়ই সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়। পরীক্ষা শুরুর আগেই রাজনগর হাইস্কুলের পরীক্ষার্থী ইতি মণ্ডল আচমকাই অসুস্থ হয়ে পড়ে। ঘটনার জেরে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার পরীক্ষার বন্দোবস্ত করা হয়। এছাড়াও বাইক দুর্ঘটনায় ডান হাত ভেঙে যাওয়ার কারণে দুবরাজপুরে পরীক্ষার্থী শেখ মুস্তাকিনের জন্য রাইটারের বন্দোবস্ত করা হয়। সে বালিজুড়ি হাইস্কুলের পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসারি কমিটির সদস্য অভিজিৎ নন্দন বলেন, পৃথক তিনটি ক্ষেত্রেই পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই পরীক্ষার্থী হাসপাতালের সিক রুমে পরীক্ষা দিয়েছে। সামগ্রিকভাবে এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। 


    মহম্মদবাজার ব্লকের বীরেপাড়ার ছাত্রী টিনা গিরিরাজ হাইস্কুলের ছাত্রী। এদিন সকালে বাবার বাইকে চেপে পরীক্ষাকেন্দ্র গনপুর হাইস্কুলের উদ্দেশে রওনা হয়েছিল। তাঁদের সঙ্গে চাচাতো বোন সারফিনা খাতুনও ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে ঢোলকাটা এলাকায় একটি গোরু আচমকাই বাইকে গুঁতো মারে। গোরুর শিংয়ের গুঁতোয় বাইকের ট্যাঙ্ক ফুটো হয়ে ঢুকে যায়। বাইকে থাকা তিনজনই রাস্তার উপর পড়ে যান। 
  • Link to this news (বর্তমান)