নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নদীয়া জেলাজুড়ে ছ’জন পরীক্ষার্থী অসুস্থ হল। তাদের মধ্যে চারজন হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। বাকি দুজন অসুস্থ হলেও পরীক্ষা কেন্দ্র থেকেই পরীক্ষা দিয়েছেন। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই প্রথমবার পরীক্ষার্থীরা অসুস্থ হল।
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের ছাত্রী শবনাম মুস্তারি বিশ্বাসের পরীক্ষা কেন্দ্র পড়েছিল কালীগঞ্জের লাখুড়িয়া হাই স্কুলে। পরীক্ষা শুরুর আগে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কালীগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বেডেই সে পরীক্ষা দেয়। অন্যদিকে কৃষ্ণনগর-২ ব্লকের সোনাতলা হাই স্কুলে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে আর এক পরীক্ষার্থী। তাকে বেথুয়াডহির স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হতে হয় রেনেসাঁ গাইনকে। সে গাইনপাড়া পল্লি সম্মেলনী হাই স্কুলের ছাত্রী। তাঁর পরীক্ষা কেন্দ্র হল আলাইপুর মোনোরমা শিক্ষা নিকেতনে। একইদিনে করিমপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শুমি খাতুনও পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই সে পরীক্ষা দেয়। নদীয়া জেলা শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, জেলাজুড়ে মোট ছজন পড়ুয়া অসুস্থ হয়েছিল। তারমধ্যে চারজন হাসপাতালে পরীক্ষা দিয়েছে।