• ‘বর্তমান’-এ প্রকাশিত খবরের জের, পুরুলিয়া-১ ব্লকের ভূমি কর্তাকে তলব এসডিওর
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সুকান্ত মাহাত, পুরুলিয়া: বর্তমান পত্রিকার খবরের জেরে পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিএলআরওকে তলব করলেন মহকুমা শাসক। সেই সঙ্গে ওই অফিসে জমির রেকর্ড সংশোধনের জন্য এসে হয়রানির অভিযোগ করা একজন আবেদনকারীকেও ডেকে পাঠান পুরুলিয়া সদরের মহকুমা শাসক উত্তমকুমার ঘোষ। দু’ পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। 


    প্রসঙ্গত, মঙ্গলবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সংক্রান্ত একাধিক অভিযোগের বিষয়ে খবর প্রকাশিত হয়। বিএলএলআরও অফিসে প্রোমোটার এবং এজেন্টদের দাপটে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন অনেকেই। ওই খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার ওই ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিককে নিজের অফিসে ডেকে পাঠান মহকুমা শাসক। সেই সঙ্গে সংবাদমাধ্যমে সরব হওয়া চাগদা এলাকার বাসিন্দা চাষি উত্তম মাহাতকেও ডেকে পাঠিয়ে সমস্যার কথা নিজে শোনেন পুরুলিয়ার মহকুমা শাসক। উত্তমবাবু বলেন, মহকুমা শাসক বুধবার অফিসে আসতে বলেছিলেন। সেই অনুযায়ী মহকুমা শাসকের অফিসে যাই। সেখানেই বিএলআরও উপস্থিত ছিলেন। সমস্যার বিষয়টি মহকুমা শাসককে জানিয়েছি। উনি পুরোটা শুনেছেন। উত্তমবাবু আরও বলেন, আরএস খতিয়ান অনুযায়ী সংশোধনের আবেদন করেছিলাম। বিভিন্ন টালবাহানায় কাজটা আটকে রয়েছে। বিএলআরও অফিসে গিয়ে কী কী সমস্যায় পড়তে হয়েছিল গোটা বিষয়টি মহকুমা শাসককে জানিয়েছি। উনি বিএলআরওকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। প্রয়োজনে বিশদে তদন্ত করারও আশ্বাস দিয়েছেন। কীভাবে এলআর রেকর্ডে নতুন একজনের নাম অন্তর্ভুক্ত হল, কোন কোন আধিকারিক নতুন করে নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং কী নথির ভিত্তিতে করেছিলেন সে বিষয়েও বিএলআরওর কাছে জানতে চেয়েছিলেন মহকুমা শাসক। পুরুলিয়া সদরের মহকুমা শাসক উৎপলকুমার ঘোষ বলেন, খবরটি পড়ে অভিযোগকারী এবং বিএলআরওকে এদিন ডেকে পাঠিয়েছিলাম। সমস্যার বিষয়টি শুনেছি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হয়েছে। উত্তম মাহাত নামে অভিযোগকারী ব্যক্তিকে যে বন্টননামা দেখাতে বলা হয়েছিল তা ওই ব্যক্তির কাছে নেই। তবে বিকল্প কী পদ্ধতি রয়েছে এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের পরামর্শ নেওয়া হবে বলে জানান মহকুমা শাসক।
  • Link to this news (বর্তমান)