• রামপুরহাট মেডিক্যালে অবশেষে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: পাঁচদিন বন্ধ থাকার পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিপি মডেলের ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হল। জল সরতেই মঙ্গলবার রাত থেকে রোগীদের পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এদিকে মেডিক্যালের সামনে মহানালা সংস্কারের কাজ শুরু হলেও হাসপাতালের ভিতরের নালা আগের অবস্থাতেই রয়েছে। ফলে যে কোনও মুহূর্তে নিকাশি নালা ছাপিয়ে জল ঢুকে ফের পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বিভাগের কর্মীরা। 


    নিকাশি অব্যবস্থার জেরে বারবার জলমগ্ন হয়ে পড়ছে মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। কখনও নিকাশি নালা ছাপিয়ে হাসপাতাল চত্বরের ভিতরে থাকা বাবলাকালী মন্দির জলমগ্ন হয়ে পড়ছে। কখনও আবার লাগোয়া বিল্ডিংয়ের এক্স-রে রুমে নোংরা দুর্গন্ধযুক্ত জল ঢুকে যাচ্ছে। শর্ট সার্কিটের ভয়ে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ। নিকাশির একমাত্র পথ জাতীয় সড়কের ধারে মহানালা বহু বছর ধরেই বুজে রয়েছে। মেডিক্যালের ভিতরেও নিকাশি অব্যবস্থা রয়েছে। গত শুক্রবারও এক্সরে রুমে জল ঢুকে পড়ে। ফলে সেদিন থেকে পরিষেবা বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন রোগী ও পরিজনরা। শনিবার খবর পেয়ে এক্স-রে বিভাগ পরিদর্শনে আসেন রোগীকল্যাণ সমিতির গভর্নমেন্ট নমিনি তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি টিআরডিএকে মহানালা সংস্কারের জন্য বলেন। সেইমতো মহানালার উপর থাকা দোকানগুলি সরিয়ে গত সোমবার থেকে জেসিবি দিয়ে সংস্কারের কাজ শুরু করেছে টিআরডিএ। জানা গিয়েছে, মেডিক্যালের পাঁচিল থেকে কাঁদর পর্যন্ত প্রায় তিনশো মিটার মহানালার গভীরতা ও চওড়া বাড়িয়ে পুনরায় পাকা করা হবে। এদিকে জল সরতেই মঙ্গলবার রাতে থেকেই এক্স-রে পরিষেবা চালু করা হয়েছে। কিন্তু মেডিক্যালের ভিতরে নালা এখনও সংস্কার শুরু হয়নি। নালা ছাপিয়ে নোংরা জল বইছে। যে কোনও মুহূর্তে ফের জল ঢুকে পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন এক্স-রে বিভাগের কর্মীরা। টিআরডিএর সিইও তথা রামপুরহাটের মহকুমাশাসক সৌরভ পাণ্ডে বলেন, মহানালাটি সংস্কার চলছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)