• জামবনীতে প্রকৃতির মাঝে ছবি আঁকার কর্মশালা
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের জঙ্গল, পাহাড় প্রকৃতিপ্রেমীদের কাছে যেন ভূস্বর্গ। শাল পিয়ালের সবুজ শান্ত প্রকৃতির টানে দূরদূরান্তের মানুষ ভিড় জমান। সবুজ প্রকৃতির কোলে জঙ্গলে কর্মশালার জায়গা হিসেবে বেছে নিয়েছে এবার রাজ্যের বিভিন্ন জেলার চিত্রশিল্পীরা। জামবনীতে দু'দিনের অঙ্কন কর্মশালায় বিভিন্ন জেলার ১৪ জন শিল্পী যোগদান করেন। শিল্পীদের মূল লক্ষ্য ছিল প্রকৃতির চিত্র অঙ্কন করা। অঙ্কন কর্মশালার আয়োজন করে ‘হেরিটেজ বাংলা, স্টেট লেবেল ওয়ার্কশপ অব পেন্টিংস'। রাজ্যের বিভিন্ন জেলার নানা বয়সী শিল্পীরা চার বছর আগে জোটবদ্ধ হন। রাজ্যের বিভিন্ন প্রান্তের অরণ্য, পাহাড়, নদী এলাকায় গিয়ে তাঁরা ছবি আঁকছেন। 


    ঝাড়গ্রামের সবুজ অরণ্যের মাঝে এবার অঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে তরুণ শিল্পীরাও প্রকৃতির মাঝে রঙ তুলি হাতে তুলে নিয়েছেন।  ক্যানভাস, সাদা কাগজে প্রকৃতির ছবি ফুটিয়ে তোলেন। শিল্পীদের আঁকা ছবিতে অরণ্যের বিমূর্ত রূপ প্রকাশ পেয়েছে। আবার ঝাড়গ্রামের অরণ্য এলাকায় বড় হয়ে ওঠা তরুণী শিল্পী সাদা কাগজে তাঁর রোজ নামচার কথা ছবিতে ফুটিয়ে তোলেন। কলকাতার বাসিন্দা শিল্পী সুব্রত বিশ্বাস বলেন, বিদেশি আর্টের প্রভাব ও বাংলার নিজস্ব লোক শিল্প মিলেমিশে আমাদের অনন্য শিল্প ঘরানা তৈরি করেছে। শিল্পী নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, সোমনাথ হোর বাংলার জল, মাটি লোকজীবনের কথাই তাদের ছবিতে ফুটিয়ে তুলেছেন। আমাদের ছবি আঁকার যাত্রাও সেই পথেই। ঝাড়গ্রামের অরণ্য পাহাড়, নদনদী, বনবাসী মানুষ এই জেলাকে এক অনন্য বৈশিষ্ট্য দান করেছে। শহরকেন্দ্রিক শিল্পের বেড়া ভেঙে বাংলার নানা প্রান্তের রূপকে আমরা ধরতে চাইছি। শিল্পী অভিজিৎ মল্লিক বলেন, রূপসী বাংলাকে দেখাই আমাদের প্রধান উদ্দেশ্য। ছবির মাধ্যমে তুলে ধরতে চাই তার রূপ। সুন্দরবনে আমরা কর্মশালা করেছি।  ঝাড়গ্রামের জামবনী অরণ্যকে এবার আমরা বেছে নিয়েছি। নয়াগ্ৰামের খড়িকামাথানির বাসিন্দা তরুণী শিল্পী বর্ষা মাইতি বলেন, কর্মশালায় জঙ্গলের মানুষের দিনযাপনের কথা তুলে ধরার চেষ্টা করেছি। কর্মশালার অন্যতম আয়োজক মধুসূদন কর্মকার বলেন, ঝাড়গ্রামের অপরূপ সৌন্দর্যের টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। কর্মশালায় শিল্পীদের চোখ দিয়ে আপন ঝাড়গ্রামকে নতুন  করে দেখলাম। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)