নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোনা চুরির অভিযোগে জামালপুর থেকে এক যুবককে গ্রপ্তার করেছে হরিয়ানা পুলিস। ওই যুবক হরিয়ানার রোটক সিটি এলাকার একটি সোনার দোকানে কাজ করতে। ১০ফেব্রুয়ারি ওই যুবক কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে চলে আসে বলে অভিযোগ। হরিয়ানা পুলিস এদিন জামালপুর থানার সহযোগিতায় ওই যুবককে গ্রেপ্তার করে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জামালপুরের রামনাথপুর এলাকার ওই যুবক দীর্ঘদিন ধরে হরিয়ানায় সোনার দোকানে কাজ করত। সে কারিগর ছিল। দোকান মালিক সেখানকার ভাড়া ঘরে গয়না তৈরির জন্য তাকে সোনা দিত। দীর্ঘদিন ধরে কাজ করায় বিশ্বাস অর্জন করেছিল।