ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজে চালু হল ‘ট্যুরিস্ট গাইড’ কোর্স
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ‘ট্যুরিস্ট গাইড’ কোর্স চালু হল। বুধবার এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। কলেজের অধ্যক্ষ মণ্টুকুমার দাস জানান, পশ্চিমবঙ্গ সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে ‘ট্যুরিস্ট গাইড’ প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে মোট ৪২ জন যুবক-যুবতী এই প্রশিক্ষণ নিতে শুরু করেছেন। সম্পূর্ণ বিনাব্যয়ে এই প্রশিক্ষণটি দেওয়া শুরু হয়েছে।পর্যটন শিল্প ভারতের অন্যতম দ্রুত সম্ভাবনাময় ক্ষেত্রগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা পর্যটন শিল্পে গাইড হিসাবে কাজ করতে পারবেন। রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থলগুলিতে কাজের সুযোগ তৈরি হতে হবে। এছাড়াও, প্রশিক্ষণার্থীরা নিজের উদ্যোগে পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বা স্বাধীনভাবে ট্যুর গাইডিং শুরু করতে পারেন। কারণ, রাজ্য সরকার এবং বেসরকারি পর্যটন সংস্থাগুলিও প্রশিক্ষিত গাইডদের চাহিদা রয়েছে। ফলে এই প্রশিক্ষণের পর কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
অধ্যক্ষ বলেন, এই কোর্সের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। মূলত অষ্টম শ্রেণি বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তরুণ-তরুণীরা এই প্রশিক্ষণ পেতে পারেন। সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস হবে। এই পর্যায়ের প্রশিক্ষণ পর্বটি ৩০০ ঘণ্টার হবে এবং প্রশিক্ষণ শেষে উৎকর্ষ বাংলা থেকেই শংসাপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ দেবেন উৎকর্ষ বাংলার মনোনীত ফ্যাকাল্টিরা। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাকরা হচ্ছে।
(ঘাটাল কলেজে চালু হল পর্যটনের সার্টিফিকেট কোর্স।-নিজস্ব চিত্র)